বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে আজ

Passenger Voice    |    ১০:২৯ এএম, ২০২৪-০৩-১২


বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে আজ

বুড়িমারী-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আজ থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে রাজধানী ঢাকার উদ্দেশে চলাচল করবে। তবে নতুন এ ট্রেনটি তিনবিঘা করিডোর এক্সপ্রেস নামে চালু হওয়ার কথা ছিল। ২০২৩ সালে এটির নাম পরিবর্তন করে বুড়িমারী এক্সপ্রেস নাম চূড়ান্ত করে রেলপথ মন্ত্রণালয়।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের কার্যালয় সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে ট্রেনটি পাটগ্রাম, বড়খাতা, হাতীবান্ধা, তুষভাণ্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কমলাপুর পৌঁছাবে। বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনে এসি স্লিপার কোচ একটি, এসি চেয়ার কোচ দুটি, শোভন চেয়ার কোচ আটটি, খাওয়ার কোচ দুটি, পাওয়ার কোচ একটি ও লাগেজ কোচ থাকবে একটি।

লালমনিরহাট বিভাগীয় ক্যারেজ অ্যান্ড ওয়াগন শাখার ইনচার্জ মো. আব্দুল মান্নান বলেন, ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আজ বেলা ১১টায় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে উদ্বোধন করা হবে। সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।’

প্যা/ভ/ম